বাংলাদেশ জিতেছে – প্রাপ্তি বলতে এতটুকুই
নমপেনে আজ ফিফা প্রীতি ম্যাচেও বাংলাদেশ জিতেই মাঠ ছেড়েছে। প্রথমার্ধে উইঙ্গার রাকিব হোসেনের গোলে জয়টা ১-০ ব্যবধানে, তাতে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার অধীনে প্রথম জয়ও হলো। তবে দল যে জিতেছে, কম্বোডিয়ার দাপুটে ফুটবলের সামনে ছন্নছাড়া বাংলাদেশের এই ম্যাচে এটিই একমাত্র প্রাপ্তি! তবে কম্বোডিয়ার…